ইলাস্ট্রেটরের সেরা ১০টি ফ্রি ব্রাশ কালেকশন!

ইলাস্ট্রেটরের সেরা ১০টি ফ্রি ব্রাশ কালেকশন!

 



গ্রাফিক ডিজাইনারদের একটি অত্যন্ত প্রয়োজনীয় টুলস হচ্ছে ইলাস্ট্রেটরের ব্রাশ টুলস। ইলাস্ট্রেটরের বিভিন্ন কাজের জন্য ব্রাশের তুলনা নেই। ইলাস্ট্রেটরের বিভিন্ন ব্যাসিক টুলস আছে যা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয় কিন্তু একটি প্রফেশনাল মানের ব্রাশ টুলের সেট সংগ্রহে থাকলে সেটা বিভিন্ন ডিজাইন ও ইলাস্ট্রেশনে দ্রুত টেক্সচার ও ক্যারেক্টার যুক্ত করতে সাহায্য করে। এই আর্টিকেলে আজ আমরা ইলাস্ট্রেটরের সেরা কিছু ভেক্টর ব্রাশ টুলস সেট সম্পর্কে জানাবো।

আপনাদের সুবিধার্তে আমরা এসব ব্রাশ টুলস ডাউনলোড লিঙ্ক আকারে দিয়ে দিয়েছি। কেউ চাইলে নিচের গুগল ড্রাইভের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন!

১। Wax crayon brushes

এই ব্রাশ কালেকশনে এক সেট ওয়াক্স ক্রেনিয়ন ব্রাশ দেয়া হয়েছে যা স্বাচ্ছন্দ্যের সাথে ইলাস্ট্রেটরে ব্যবহার করা যাবে। এই সেটে ১২ ধরণের ব্রাশ রয়েছে যাতে সলিড শেডের পাশাপাশি দুটি আলাদা আলাদা ক্রেনিয়ন মিক্সচার আছে। এই ব্রাশগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি দিয়ে বেশ রিয়েলিস্টিক ইফেক্ট তৈরি করা সম্ভব। যে কারণে এই ব্রাশ টুলসের ইফেক্টে কখনোই মনে হবে না এটি কোনো ডিজিটাল প্রজেক্টের কাজ!




২। Spring has sprung

আপনার ডিজাইনে বসন্তের ছোঁয়া আনতে এই ফ্রি ইলাস্ট্রেটর ব্রাশ সেটের ব্রাশগুলো ব্যবহার করতে পারেন। EPS, JPEG এবং PNG ফরম্যাটের বর্ডার থাকায় এই ব্রাশ টুলসগুলো দিয়ে করা কাজে বেশ পরিপূর্ণতার ভাব থাকে। বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি এই ব্রাশ টুলস ব্যক্তিগত প্রজেক্টেও ব্যবহার করা যাবে। আপনি চাইলে এই ব্রাশ টুলস লাইসেন্স সহকারে কিনতে পারেন যা কমার্শিয়াল কাজে ব্যবহার করা যাবে।


৩। Linocut brushes

লিনোকাটস বা চিরচেনা কাঠের ভাব ডিজাইনে ফুটিয়ে তুলতে এই ব্রাশ টুলসটি ব্যবহার করে দেখতে পারেন। এই ব্রাশ টুলস সেটে প্রায় ২৫টি ব্রাশ রয়েছে। যা দিয়ে বিভিন্ন ধরণের শেইপ, ট্যাপারড স্ট্রোক। টেক্সচার ফিল, স্পিল্ট ব্রাশ এবং এজ শেডিং এর কাজ করা যাবে। এই ব্রাশগুলো আইপ্যাডে ড্রয়িং এর জন্য সবচেয়ে ভালো কাজ করবে।



৪। Victorian brushes

রাশিয়ান আর্টিস্ট সেজি পোলুস এই ব্রাশ টুলসের মূল কারিগর। তার ডিজাইনেই এই অপূর্ব ব্রাশ টুলসের উদ্ভব। এই ব্রাশ টুলসটি তার DeviantArt প্রোফাইল থেকেও ডাউনলোড করা যাবে। ডিজিটাল আর্টওয়ার্কে পরিপূর্ণতা আনতে ডিজাইনাররা এই ব্রাশ টুলসটি ব্যবহার করতে পারেন। এখানে প্রায় ১১ টি ব্রাশ রয়েছে। আর এই সবগুলো ব্রাশ ভিক্টোরিয়ান প্রভাব থেকে তৈরি করা হয়েছে।


৫। Teardrop foliage

এই ব্রাশ টুলসগুলো বিভিন্ন ডিজাইনে ব্যবহার করা যাবে। বিভিন্ন হেড শেইপের পাশাপাশি স্টেম অ্যারেঞ্জমেন্ট এই ব্রাশ টুলসের ডিজাইনে বেশ ভিন্নতা আনতে সাহায্য করে। এই ব্রাশ টুলসগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে। এই ব্রাশ টুলসের সাথে SVG এবং EPS ফাইল সংযুক্ত আছে।


৬। Stipple shading brushes

ডিজাইনার ক্রিস স্পুনারের করা এই আটটি স্টিপল শেডিং ব্রাশ আপনার যেকোনো ইলাস্ট্রেশন বা আর্টওয়ার্কে খুব চমৎকার ইফেক্ট তৈরি করতে সক্ষম। স্টিপল অনেক আগের একটি পদ্ধতি যা দিয়ে অসংখ্য ডট দিয়ে ভিন্নভিন্ন ঘনত্বের টোনস এবং শেড তৈরি করা সম্ভব। এছাড়াও ইলাস্ট্রেশনে রেট্রো ইফেক্ট তৈরি করতে এই স্টিপল শেডিং ব্রাশ ব্যবহার করা যাবে।


৭। Free halftone vector brushes

হাফটন ভেক্টর ব্রাশের এক বিশাল ভাণ্ডারের মধ্যে এই ফ্রি ভার্সনের হাফটন ব্রাশগুলো অন্তর্ভুক্ত। এটি তৈরি করেছেন UI/UX ডিজাইনার রব ব্রিঙ্ক। এটি আপনার ডিজাইনে কিংবা ইলাস্ট্রেশনে খুব সহজেই ওল্ড স্কুল টেক্সচার দিতে সাহায্য করবে।


৮। Rodeo

Rodeo একটি হ্যান্ড ড্রন রোপ ব্রাশ যা Adobe Illustrator CC ভার্সনগুলোতে ব্যবহার উপযোগী। এই ব্রাশ টুলস দিয়ে যেকোনো পাথে ব্যবহার করা যাবে। এছাড়াও রোপের ওয়াইডথ এবং কালার পরিবর্তন করা যাবে।

৯। Smoke

এই স্মোকি ব্রাশগুলো দিয়ে ইলাস্ট্রেশনে একটি আলাদা মাত্রা তৈরি করা সম্ভব। এটি যেকোনো ব্যাকগ্রাউন্ড বা অবজেক্টে ব্যবহার করা যাবে। এই ব্রাশ টুলসের সাথে অপাসিটি এবং কিছু ব্লেন্ড মুড ব্যবহার করে যেকোনো ডিজাইনকে চমৎকারভাবে উপস্থাপন করা সম্ভব।


১০। Swoosh brushes

এই ব্রাশ টুলস দিয়ে যেকোনো ইমেজে খুব সহজেই স্পাইরাল পাথ তৈরি করা সম্ভব। সম্পূর্ণ বিনামূল্যে এই ব্রাশ সেট আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন।

আজ এই পর্যন্ত । আপনার কেমন লেগেছে তা আমাদের জানাতে দ্বিধা করবেন না। আর অবশ্যই আমাদের অ্যাপটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না?

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.